Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে করোনায় আরও ১২৪৩ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৫৭ হাজার


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০৯:২৬ এএম
বিশ্বে করোনায় আরও ১২৪৩ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৫৭ হাজার

ঢাকাঃ বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪ লাখ ৫৭ হাজার ৯৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৩৩৫ জন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩৫ হাজার ১৬৩ জনের। আর মোট শনাক্ত হয়েছে ৬১ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ৮৯৯ জনের। মোট সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৮৩ লাখ ৩২ হাজার ৭৬৩ জন।

একদিনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ৩৫০ জনের। ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার ৮৭৬ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৯ কোটি ৪১ লাখ ৫২ হাজার ৭৭০ জন।

যুক্তরাষ্ট্রের পর ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ায়। এ সময়ে দেশটিতে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ২৩৪ জনে। একদিনে করোনা শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৪৭৪ জনের। মহামারির শুরু থেকে রাশিয়ায় ২ কোটি ৫ লাখ ৩৫ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় ফ্রান্সে ৫১ হাজার ৮১৬ জন সংক্রমিত এবং ৪৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে ১ লাখ ৫৪ হাজার ৭৯১ জনের মৃত্যু ও ৩ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৪১৯ জন সংক্রমিত হয়েছেন।

২৪ ঘণ্টায় ব্রাজিলে ৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তালিকার চতুর্থ স্থানে থাকা দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৬ লাখ ৮৫ হাজার ৫৬৯ জনে। একদিনে ব্রাজিলে ৭ হাজার ৬৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৪০৭ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৫ জনই রয়েছে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬৪১ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে। ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে