August
Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

মাটিতে পুঁতে ফেলা নবজাতক জীবিত উদ্ধার


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৫, ২০২২, ১২:২০ পিএম
মাটিতে পুঁতে ফেলা নবজাতক জীবিত উদ্ধার

প্রতীকী ছবি

ঢাকাঃ ভারতের গুজরাটের সবরকাঁথা জেলার গাম্ভোই গ্রামে এক নবজাতক শিশুকন্যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন এক কৃষক।

কৃষকের অভিযোগ, নবজাতক শিশুকন্যাকে মাটিতে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। সে হঠাৎ শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। তবে আশেপাশে কাউকে দেখতে পাননি। তখনি হঠাৎ চোখে পড়ে মাটি থেকে এক শিশুর হাত বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে মাটি খুঁড়তেই দেখতে পেলেন এক শিশু।

তখনি তিনি শিশুটিকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা গিয়েছে। মাটির মধ্যে আটকে থাকার কারণেই শ্বাসকষ্টের সমস্যা বলে মনে করছেন চিকিৎসকরা। হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির বাবা-মার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। তার বাবা-মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার।

এমবুইউ