Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ সেনা নিহত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ১২:৪৬ পিএম
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ সেনা নিহত

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলায় ১০ সেনা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দেশটির আইএসপিআরের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত মঙ্গলবার দিবাগত রাতে বেলুচিস্তান প্রদেশের কিচ শহরে এই হামলার ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। এতে এক সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত হয়। সন্ত্রাসীদের পাল্টাগুলিতে নিহত হন ১০ সেনা সদস্য।

ঘটনার পর তল্লাশি চালিয়ে ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। যে কোনো মূল্যে পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে সশস্ত্র বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ বলেও বিবৃতিতে বলা হয়েছে। সূত্র: ডন

আগামীনিউজ/নাসির