Dr. Neem on Daraz
Victory Day

সামরিক খেতাব ও রাজকীয় উপাধি হারালেন প্রিন্স অ্যান্ড্রু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ১২:১৮ পিএম
সামরিক খেতাব ও রাজকীয় উপাধি হারালেন প্রিন্স অ্যান্ড্রু

ঢাকাঃ যৌন হয়রানির অভিযোগ ওঠার প্রেক্ষাপটে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও প্রিন্স চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুর রাজকীয় ও সামরিক পদবি বাতিল হয়েছে।

বাকিংহাম প্যালেসের সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রে ১৭ বছর বয়সী এক নারীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে রাজপরিবারের এই সদস্যের বিরুদ্ধে। অবশ্য তিনি বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন।

এরআগে বুধবার আদালতে ওই মামলাটি নিষ্পত্তির আবেদন করেছিলেন অ্যান্ড্রু। তবে বিচারক জানিয়েছেন, মামলা চলবে।

প্রিন্স অ্যান্ড্রুর ঘনিষ্ঠ একজন বলেছেন, ‘অভিযোগের বিরুদ্ধে তিনি লড়ে যাবেন।’

বাকিংহাম প্যালেজের বিবৃতিতে বলা হয়েছে, ‘রানির অনুমোদন ও চুক্তি অনুযায়ী প্রিন্স অ্যান্ড্রুর রাজকীয় পদবি ও সামরিক পদবি বাতিল করা হয়েছে। রাজপরিবারের অন্য সদস্যকে এই পদবি দেয়া হবে।’

রয়্যাল নেভিতে দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ার অ্যান্ড্রুর। ফকল্যান্ড যুদ্ধের সময় তিনি পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

যুক্তরাস্ট্রের জেলা বিচারক লুইস কাপলান বলেন, জিউফ্রের বয়স এখন ৩৮। তিনি দাবি করতে পারে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু শারিরীক নির্যাতন করেছিলেন। যদিও যৌন হয়রানির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন প্রিন্স।

এর আগে প্রিন্স অ্যান্ডুর সামরিক মর্যাদা কেড়ে নিতে রানির কাছে চিঠি লিখেন ব্রিটেনের সামরিক বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তা।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে