Dr. Neem
Dr. Neem Hakim

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় এলাকায় গোলাগুলিতে নিহত ১, আহত ৮


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ১০:০৮ এএম
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় এলাকায় গোলাগুলিতে নিহত ১, আহত ৮

ছবি: সংগৃহীত

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও আরও আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার ( ২৩ অক্টোবর) হামলার এ ঘটনা ঘটে। এবিসি নিউজ জানিয়েছে এ তথ্য।

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন ( জিবিআই) ঘটনাটির তদন্ত করছে। পুলিশ জানায়, বন্দুকধারীর হামলায় আটজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন।

জিবিআই জানিয়েছে, নিহত ওই ব্যক্তি ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী নন। আহত সাত জনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

হামলার ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাসে লকডাউন জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। শিক্ষার্থীরা চাইলে ক্যাম্পাস ছাড়তে পারবেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাবলিক ইভেন্টগুলো বাতিল করেছে হামলার ঘটনার পরপরই।

আগামীনিউজ/নাসির