Dr. Neem on Daraz
Victory Day

বন্যায় চীনের ঝেংঝুতে নিহত ১২


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০২:২০ পিএম
বন্যায় চীনের ঝেংঝুতে নিহত ১২

ছবি: সংগৃহীত

চীনের মধ্যাঞ্চলীয় ঝেংঝু শহরে বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত ১২ জন। রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে হেনান প্রদেশে ১ লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
 
আবহাওয়াবিদরা বলছেন, ১ হাজার বছরের মধ্যে প্রদেশটিতে এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আবহাওয়া সম্পর্কিত সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ঝড়ের কারণে প্রদেশটির প্রধান একটি বাঁধ ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় অঞ্চলটিতে সেনা মোতায়েন করা হয়েছে। 

বন্যা দেখা দিয়েছে, প্রদেশটির বেশ কয়েকটি শহরে। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি শহরের প্রধান সড়ক মহাসড়ক। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট।  ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করছেন কর্মীরা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে