Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৮:২১ পিএম
মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুন) সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শহরটির দমকল বিভাগ এ দুর্ঘটনার কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

দেশটির সামরিক বাহিনীর মালিকানাধীন মায়াওয়াদি টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিমানটি রাজধানী নেপিদো থেকে পিউন ও লুইন শহরের দিকে যাচ্ছিল। মান্দালয়ের কাছে একটি স্টিলের কারখানা থেকে ৩০০ মিটার দূরে বিমানটি আছড়ে পড়ে।

বিমানটির আরোহীদের মধ্যে সামরিক বাহিনীর ছয় সদস্যের পাশাপাশি কয়েকজন সন্ন্যাসীও ছিলেন। তারা একটি বৌদ্ধ বিহারের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।