Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

বিস্ফোরণে আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২১, ০৯:২৯ এএম
বিস্ফোরণে আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

ঢাকাঃ মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদ গতকাল বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। আহতাবস্থায়  তাকে স্থানীয় এডিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় দেশটির রাজধানী মালেতে অবস্থিত নিজ বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ আহত হয়েছেন। তিনি এডিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় একজন বিদেশি পর্যটকও আহত হয়েছেন।

এদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ হামলার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছেন। দেশটির রাজনৈতিক নেতারাও বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

আগামীনিউজ/জনী