Agaminews
Dr. Neem Hakim

মাইনাস ২৫ ডিগ্রিতে স্পেনের তাপমাত্রা: নিহত ৭


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১, ১১:৪৬ এএম
মাইনাস ২৫ ডিগ্রিতে স্পেনের তাপমাত্রা: নিহত ৭

ছবি: সংগৃহীত

ঢাকাঃ মাইনাস ২৫ ডিগ্রিতে নেমেছে স্পেনের তাপমাত্রা। হাড় জমানো এই ঠান্ডায় হিমশিম খাচ্ছে স্থানীয় জনজীবন। ভয়াবহ এই ঠান্ডায় এখন পর্যন্ত সাতজন মারা গিয়েছে।

এই পরিস্থিতিতে বয়স্কদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার রাতে স্পেনের মোলিনা ডি আরাগন এবং তেরুয়েল এলাকার তাপমাত্রা নেমে এসেছিল মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে যা স্পেনের ইতিহাসে ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। স্টর্ম ফিলোমেনা বরফে পরিণত হয়েছে আর এতে করে পরিবহন ব্যবস্থা ব্যহত হচ্ছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার মাদ্রিদের আঞ্চলিক হাসপাতালগুলোতে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ ভর্তি হয়েছেন, যারা বরফ দুর্ঘটনায় আহত। অর্থাৎ, হাসপাতালগুলোতে প্রতি ঘণ্টায় রোগী আসছেন গড়ে ৫০ জনেরও বেশি।এছাড়া এই পরিস্থিতিতে বিপর্যস্ত হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা। বরফ কেটে কেটে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। সূত্র: বিবিসি

আগামীনিউজ/এএইচ