Dr. Neem on Daraz
Victory Day

সোনিয়া গান্ধীর দিল্লি ছাড়া কারণ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২১, ২০২০, ১২:২১ পিএম
সোনিয়া গান্ধীর দিল্লি ছাড়া কারণ

সংগৃহীত

ঢাকাঃ অবশেষে দিল্লি ছাড়লেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। মূলত চিকিৎসকের পরামর্শেই তিনি দিল্লি ছেড়েছেন।

ধুলো আর ধোঁয়ায় ভয়াবহ দূষণের শিকার ভারতের রাজধানী নয়া দিল্লি। সেই দূষিত বায়ুতে সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে পড়তে পারেন এমন আশঙ্কায় চিকিৎসকেরা দিল্লি ছাড়ার পরামর্শ দিয়েছিলেন।

সেই পরামর্শ মেনেই শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে দিল্লি ছেড়ে গোয়ায় চলে গেলেন কংগ্রেস নেত্রী।

দূষিত বাতাসের কারণে সোনিয়া গান্ধীর বুকে আবারও সংক্রমণ ছড়াতে পারে। বাড়তে পারে শ্বাসকষ্ট। তাই করোনা পরিস্থিতি কোনো ঝুঁকি না নেয়ার কথা বলেছেন চিকিৎসকরা।

চলতি বছরে দুবার এমন সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

অসুস্থতার কারণে ১৪-২৩ সেপ্টেম্বর সংসদের অধিবেশনেও যোগ দেননি তিনি।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে