Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

‘পরিযায়ী দুর্গা’র প্রতিমায় মুগ্ধ নেটিজেনরা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০, ০১:০৯ পিএম
‘পরিযায়ী দুর্গা’র  প্রতিমায় মুগ্ধ নেটিজেনরা

সংগৃহীত ছবি

ঢাকাঃ দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। করোনার কারণে বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করতে হবে এবারের পূজা। তবে এই মধ্যে আনন্দে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা।কলকাতায় পূজা উপলক্ষে 'পরিযায়ী দুর্গা'র প্রতিমা নজর কেড়েছে নেটিজেনদের।

করোনাকালীন সময়ে ভারতজুড়ে পরিযায়ী শ্রমিকদের হাহাকার শোনা গিয়েছিল। বিভিন্ন রাজ্য থেকে ঘরে ফিরতে জীবন দিতেও হয়েছে অনেককে। তাদের কষ্টের কথা সেসময় উঠে এসেছিল সংবাদমাধ্যমে। সেই বিষয়টি সামনে রেখে পরিযায়ী দুর্গার প্রতিমা তৈরি হয়েছে শিল্পী বিকাশ ভট্টাচার্যের আঁকা ছবির আদলে। যদিও সামান্য পরিবর্তন আনা হয়েছে। কলকাতার বরিষা ক্লাবে বসানো হয়েছে এই প্রতিমা।

এই প্রতিমার স্রষ্টা কৃষ্ণনগর ঘূর্ণির ভাস্কর পল্লব ভৌমিক। থিম মেকার ও মূর্তি গড়েছেন রিন্টু দাস। দেখা যাচ্ছে দেবী দুর্গা এখানে একজন পরিযায়ী শ্রমিক ও মা। লকডাউনের সময় এই চিত্র বহুবার উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমে।

সমসাময়িক বিষয় ও রেফারেন্স আর্টের যুগলবন্দীতে বলা যায় অনবদ্য শিল্প সামনে এনেছেন শিল্পী। শিশুসন্তানকে কোলে নিয়ে পিছনে ফিরে দর্শকের দিকে তাকিয়ে রয়েছেন এবং তার কপালের তৃতীয় নেত্রই বলে দিচ্ছে তিনি আসলে দেবী দুর্গা।

আশির দশকে সাধারন ভারতীয় মহিলাদের কপালে তৃতীয় নেত্র এঁকে তাদের দেবী রূপে কল্পনা করেছিলেন শিল্পী বিকাশ ভট্টাচার্য। এই সিরিজেরই একটি ছবির নাম হল 'দর্পময়ী'। সন্তানকে কোলে নিয়ে বর্ডার সিকিউরিটির হাতে ধরা পড়ে যাওয়া এক মায়ের ছবি এঁকেছিলেন বিকাশ। সেই মায়ের কপালে তিনি দেখিয়েছিলেন তৃতীয় নেত্র। এই ছবিটি আঁকা হয় ১৯৮৯ সালে। একত্রিশ বছর আগে বিকাশ ভট্টাচার্যের আঁকা 'দর্পময়ী' ছবিটিই হল ভাস্কর পল্লব ও রিন্টুর তৈরি মূর্তির মূল রেফারেন্স। এর সঙ্গে অবশ্য তারা আরও কিছু জিনিস যোগ করে দিয়েছেন যা মূল ছবিতে ছিল না, আবার বিষয় পরিবর্তিত হওয়ার কারনে বর্ডারের বন্দুকধারী সৈন্যের ছবি বাদ গিয়েছে।

আগামীনিউজ/আশা