ছবি : সংগৃহীত
ঢাকা : ডেমোক্র্যাটিক দলের সম্মেলনের তৃতীয় দিনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেয়া বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্সি তার কাছে আরও একটি রিয়েলিটি শো।’
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের বন্দরনগরী উইলমিংটনে ডেমোক্র্যাট দলের চারদিনের অনলাইন কনভেনশনের বক্তব্যে ওবামা বলেন, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প তার দায়িত্বকে কখনো গুরুত্বের সঙ্গে গ্রহণ করেননি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র বিপদে রয়েছে বলেও উল্লেখ করেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট ওবামা।
ওবামা আরও অভিযোগ করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থে ওভাল অফিসকে গুরুত্ব দিয়ে এবং গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে কিছু করবেন বলে আশা করেছিলাম। কিন্তু তিনি তা কখনোই করেননি।’
ট্রাম্পের চার বছরের প্রশাসনিক কর্মকাণ্ড তুলে ধরে নাস্তানাবুদ করেন ওমাবা এবং মার্কিনীদেরকে ৩ নভেম্বর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।
ওবামা বলেন, দেশকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব জো বাইডেনের রয়েছে।
ওবামা ভোটারদের উদ্দেশে বলেন, ‘রিপাবলিকানরা সক্রিয়ভাবে নাগরিকদের ভোট গ্রহণ থেকে বিরত থাকতে উৎসাহিত করার যে চেষ্টা করছে আমরা তা হতে দিতে পারি না। তাদেরকে আপনারা গণতন্ত্র ছিনিয়ে নিতে দেবেন না।’
এর একদিন আগে স্ত্রী মিশেলের মন্তব্য তুলে ধরে ওবামা বলেন, ‘ট্রাম্পকে যারা নির্বাচিত করেছেন তাদের প্রতি কোনও আগ্রহ নেই বরং তিনি নিজেকে নিয়ে ব্যস্ত।
জো বাইডেনকে ‘ভাই’ বলে সম্মোধন করে ওবামা বলেন, ‘তিনি সহানুভূতিশীল এবং শালীন। তিনি সবাইকে সম্মান করেন, মানুষের কথা শোনেন এবং নিজের বাবা-মায়ের প্রদত্ত আদর্শ লালন করেন। আমার আট বছরের প্রেসিডেন্সিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেয়ার সময় জো আমার সঙ্গে ছিলেন। আমাকে সেরা প্রেসিডেন্ট বানানোয় তার অবদান রয়েছে।’
বাইডেনের রানিংমেট কমলা হ্যারিসকে বন্ধু সম্মোধন করে বলেন, ‘তিনি জানেন কিভাবে সমস্যাগুলো মোকাবেলা করতে হয়, অন্যদের সাহায্য করতে হয় এবং মার্কিনীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হয়।’
জমকালো এ সম্মেলনের সমাপ্তি ও চতুর্থ দিন আজ বৃহস্পতিবার ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ভাষণ দেবেন।
উল্লেখ্য, ৩ নভেম্বর বাইডেন-হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূত্র : এএফপি, ইয়ন
আগামীনিউজ/এসপি