ঢাকা : চীনের শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় সোমবার ১১টি চীনা কোম্পানিকে ‘কালো তালিকাভুক্ত’ করেছে।
তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
কালো তালিকাভুক্ত কোম্পানিগুলো চীনের উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষদের জোর করে শ্রম দিতে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস।
তিনি আরও জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের চাপে রাখতে সেখানে ডিএনএ সংগ্রহ ও তা পরীক্ষা হচ্ছে।
এ নিয়ে তৃতীয় দফায় চীনা কোম্পানিগুলোকে অর্থনীতির কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র। এর আগে আরও দু’দফায় ৩৭ টি চীনা প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হয়েছে।
এবারের কালো তালিকাভুক্ত বেশিরভাগই চীনের টেক্সটাইল কোম্পানি। অ্যাপেল আইফোনের সাপ্লাইয়ার নানচাও ও-ফিল্ম টেক এর নামও এ তালিকায় আছে।
যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি ছাড়া মার্কিন কোম্পানিগুলো থেকে কোনো উপাদান কিনতে পারবে না তালিকাভুক্ত কোম্পানিগুলো।
যুক্তরাষ্ট্রের সর্বশেষ কালো তালিকায় চীনের নানচাও ও-ফিল্ম টেক অ্যাপেল আইফোন ছাড়াও আছে চ্যাংজি এসকুয়েল টেক্সটাইল, কেটিকে গ্রুপ, হেতিয়ান হাওলিন হেয়ার অ্যাক্সেসোরিজসহ অন্যান্য টেকনোলজি ও টেক্সটাইল কোম্পানি। সূত্র : রয়টার্স
আগামীনিউজ/এসপি