-20231118061926.jpg) 
                            
                                                ঢাকাঃ উপসাগরীয় আরব রাষ্ট্র বাহরাইনের ক্রাউন প্রিন্স ইসরায়েল ও হামাসকে বন্দি বিনিময় করার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করছেন এর মাধ্যমে গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটতে পারে।
সংকট সমাধানে যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা দ্বি-রাষ্ট্র প্রসঙ্গ তুলে বলেন, এর জন্য যুক্তরাষ্ট্র অপরিহার্য।
তিনি বলেন, এখন সরাসরি কথা বলার সময়। হামাসকে গাজায় জিম্মি করা ইসরায়েলি নারী ও শিশুদের মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। এর বিনিময়ে ইসরায়েলের প্রতি তিনি আহ্বান জানান, তাদের জেলে থাকা বেসামরিক বন্দি, নারী ও শিশুদের মুক্তি দেওয়ার।
তিনি বলেন, এর উদ্দেশ্য হলো মানুষ যাতে খাবার যোগাড় করতে পারে, মৃতদের দাফন করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো মানুষ যাতে প্রশ্ন করতে পারে যে কোন ব্যর্থতা থেকে আজকের এই সংকটের শুরু।
২৪০ জনেরও বেশি জিম্মির মুক্তির জন্য হামাস এবং ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে মধ্যস্থতার একটি প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে কাতার।
সুন্নি-শাসিত বাহরাইন ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করে।
সূত্র : রয়টার্স।
এমআইসি
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)