Dr. Neem on Daraz
Victory Day

আবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি তুলল ভারত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৯:১৩ এএম
আবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি তুলল ভারত

ঢাকাঃ বহুদিন ধরেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি করে আসছে ভারত। তারপরও এ বিষয়ে কিছু অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ। 

জাতিসংঘের সাধারণ সভার বার্ষিক প্রকাশ্য অধিবেশনে কাম্বোজ বলেন, গ্লোবাল সাউথের সদস্য রাষ্ট্র হিসেবে আমরা সামগ্রিক যন্ত্রণার কথা আগেও জানিয়েছি। নিরাপত্তা পরিষদের অভিজাত টেবিলে আমাদের কোনো প্রতিনিধি নেই। 

কাম্বোজ বলেন, বেশ কিছু সংস্কার অত্যন্ত প্রয়োজন। নিরাপত্তা পরিষদের সংস্কার সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 

দিল্লির দাবি, অবিলম্বে ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা হোক। 

ভারতীয় এই কূটনীতিক আরও অভিযোগ করেন— জাতিসংঘে নিয়মিত বিতর্ক হয়, কিন্তু এই সংস্কারের জন্য কোনো সময়সীমা ধার্য হয় না। কোনো চূড়ান্ত পরিকল্পনা তৈরি হয় না। যে যার বিবৃতি দিয়ে নিজের টেবিলে ফিরে যান।

এর আগেও, একটি আলোচনায় কাম্বোজ নিরাপত্তা পরিষদকে শক্তিশালী করতে মৌলিক সংস্কারের প্রয়োজনের কথা বলেছিলেন। আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলো এবং ভারতের মতো বৃহত্তম গণতন্ত্রের স্থায়ী সদস্যপদের গুরুত্ব নিরাপত্তা পরিষদ স্বীকার করে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে