Dr. Neem on Daraz
Victory Day
ভারতের মিজোরাম

নির্মাণাধীন সেতুতে ধস: ১৭ জনের প্রাণহানি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০১:৩৭ পিএম
নির্মাণাধীন সেতুতে ধস: ১৭ জনের প্রাণহানি

ঢাকাঃ ভারতের মিজোরাম রাজ্যে নির্মাণাধীন একটি রেল সেতু ধসে পড়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৩ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সেখানের কর্মকর্তারা জানান, ধসে পড়া স্থানে অনেকে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাদের উদ্ধারে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

তারা আরও জানিয়েছে, সেতুটি যখন ধসে পড়ে তখন সেখানে অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তাছাড়া নিহতদের জন্য দুই লাখ ও আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে