Dr. Neem on Daraz
Victory Day

টানা বৃষ্টিতে চীনে বন্যা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০৭:৪৩ পিএম
টানা বৃষ্টিতে চীনে বন্যা

সংগৃহীত ছবি

ঢাকাঃ দক্ষিণ-পশ্চিম চীনের কিছু অংশে শুক্রবার অবিরাম ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে শহরগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

চীনা আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার গুয়াংজি লগের বেইহাই শহরে ৪৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জুন মাসে এটি আঞ্চলিক দৈনিক বৃষ্টিপাতের রেকর্ড ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বেহাই শহরের রাস্তায় থাকা গাড়িগুলি অর্ধেক পানির নিচে ছিল এবং একটি বহুতল ভবনের সিঁড়ি বেয়ে পানি নিচে নেমে গেছে। দমকলকর্মীরা সেখানকার বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করছে।

চীনা সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭ টা পর্যন্ত কাছাকাছি ইউলিন শহরে টানা ৩৫ ঘণ্টা বৃষ্টি হয়েছে।

আগামী দিনগুলিতে দক্ষিণ চীনে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং উত্তর-পূর্বেও আকস্মিক বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা/এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে