Dr. Neem on Daraz
Victory Day

২০২৩ সালে হজ কখন অনুষ্ঠিত হবে?


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৪:১৮ পিএম
২০২৩ সালে হজ কখন অনুষ্ঠিত হবে?

ফাইল ছবি

ঢাকাঃ ইসলামী ক্যালেন্ডারের দ্বাদশ মাস জিলহজ্জ-এর সময়ে হজ অনুষ্ঠিত হয়। কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এই বছর বা ২০২৩ সালের ঠিক কোন সময়টাতে হজ হবে? তা নিয়ে অনেকেরই অনুসন্ধিৎসা আছে।

মূলত, পবিত্র হজের সময়কাল ৮ থেকে ১২ জিলহজ্জ পর্যন্ত মোট পাঁচ দিন বিস্তৃত থাকে।

গ্রেগরিয়ান ক্যালেন্ডারে অনুসারে, এই বছরের হজ ২০২৩ সালের ২৬ জুন থেকে ১ জুলাই পর্যন্ত হওয়ার কথা।

এবার ঈদ উল আযহা ২০২৩ সালের ২৮ জুন তারিখের বুধবার অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।


এই তারিখগুলো হিজরি ১৪৪৪ সালের জিলহজ্জ মাসের চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এ পবিত্র মাস শুরুর জন্য চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই তারিখগুলো পরিবর্তিত হতে পারে।


তবে ধারণা করা হচ্ছে যে ১৯ জুন তারিখে জিলহজ্জ মাসের শুরু হবে।

যদি ১৯ জুন তারিখে জিলহজ্জ মাসের শুরু হয়, তবে হজের মূল তারিখগুলো হবে:

আরাফাতের দিন - ২৭ জুন তারিখের মঙ্গলবার 

ঈদুল আজহা - ২৮ জুন তারিখের বুধবার

তাশরিকের দিনগুলো অনুষ্ঠিত হবে - ২৯, ৩০ জুন এবং ১ জুলাই তারিখে।

সূত্র : ইসলাম চ্যানেল

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে