Dr. Neem on Daraz
Victory Day

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০৪:৫৬ পিএম
করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক টুইটে জয়শঙ্কর তার করোনায় সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত করেছেন। 

ওই টুইটে সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে করোনাসংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার সকালে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভেস লে দ্রিয়ানের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন জয়শঙ্কর।

উল্লেখ্য, কিছু দিন আগে করোনায় সংক্রমিত হয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সম্প্রতি ভারতে করোনার সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই লাখ ৫১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৫ দশমিক ৮৮। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৭ জন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে