Dr. Neem on Daraz
Victory Day

চীনে ভবন ধসে নিহত ১৬


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ১০:১৫ এএম
চীনে ভবন ধসে নিহত ১৬

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ চীনের একটি শহরে ভবন ধসে  অন্তত ১৬ জন নিহত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো একথা জানিয়েছে।

শিনহুয়া জানায়, শুক্রবার চীনের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে উলং জেলার একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটে। এতে ভবনটিতে ২৬ জন আটকা পড়ে। পরে ১৬টি লাশ উদ্ধার হয়। ১০ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চীনে গ্যাস লিকেজ এবং বিস্ফোরণ একটি সাধারণ ঘটনা। গত বছর দেশটিতে একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ২৫ জন মারা যান। সূত্র: হিন্দুস্তান টাইমস।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে