Dr. Neem on Daraz
Victory Day

চেকপোস্টে না থামায় চিকিৎসককে গুলি করে হত্যা করল তালেবান


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ১১:২৯ এএম
চেকপোস্টে না থামায় চিকিৎসককে গুলি করে হত্যা করল তালেবান

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ চেকপোস্টে না থামায় এক তরুণ চিকিৎসককে গুলি করে হত্যা করেছে তালেবান।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আফগানিস্তানের হেরাত প্রদেশে এই ঘটনা ঘটে বলে আফগানিস্তানের স্থানীয় খামা সংবাদ সংস্থা জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আমরুদ্দিন নুরী (৩৩) নামে ওই চিকিৎসক হেরাত শহরের একটি পুলিশের চেকপোস্টে না থামার কারণে তাকে গুলি করা হয় বলে পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুরীর একটা ছোট প্রাইভেট ক্লিনিক ছিল। তিনি সম্প্রতি বিয়ে করেছিলেন।

যদিও কর্তৃপক্ষ তালেবানের গুলিতে ওই চিকিৎসকের নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি। তাদের দাবি তারা এ ধরনের কোনো ঘটনার ব্যাপারে জানেন না।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে