Dr. Neem on Daraz
Victory Day

তেলের দাম বাড়ায় মোটরসাইকেল বেচে ঘোড়া কিনলেন যুবক


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০১:৫২ পিএম
তেলের দাম বাড়ায় মোটরসাইকেল বেচে ঘোড়া কিনলেন যুবক

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে বেড়েছে জ্বালানির তেলের দাম। ব্যয় সংকুলান করতে না পেরে তাই শখের মোটরসাইকেলটি বেঁচে বাড়িতে ঘোড়া নিয়ে ফিরেছেন এক যুবক।

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার। চুঁচুড়ার বাসিন্দা অলোক কুমার তার মোটরসাইকেল বিক্রি করে দুই জোড়া ঘোড়া কিনেছেন। আনন্দবাজার জানিয়েছে, ভারত সরকার পেট্রোল-ডিজেলের শুল্কে ছাড় দিলেও ভ্যাট কমায়নি। তাই জ্বালানি তেলের খরচ বাঁচানোর পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচানোরও বার্তা দিয়ে ঘোড়া কিনেছেন ওই যুবক।

জানা যায়, আট বছর সৌদি আরব ছিলেন অলোক। গত বছর দেশে ফেরেন। সৌদিতে থাকার সময়ই ঘোড়ায় চড়া শেখেন। আর সেটাই কাজে লাগালেন তিনি।

এদিকে অলোকের ঘোড়া কেনা দেখে স্থানীয়রাও এ ব্যাপারে উৎসাহী উঠে উঠছেন। অনেকেই তার কাছে ঘোড়া চালানোর প্রশিক্ষণ নিতে আসছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে