Dr. Neem on Daraz
Victory Day

ইথিওপিয়ার তাইগ্রেতে বিমান হামলায় নিহত ১০


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ১০:৫৯ এএম
ইথিওপিয়ার তাইগ্রেতে বিমান হামলায় নিহত ১০

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ইথিওপিয়ার যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চল তাইগ্রেতে বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়া এই বিমান হামলা অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সরকারি কর্তৃপক্ষ জানায়, তারা তাইগ্রের মেকেলে এলাকায় একটি কারখানার ওপর বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি কারাখানাটি টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট ব্যবহার করতো।

সরকারের মুখপাত্র সেলামাউইত কাসসা দাবি করে বলেন, আমাদের বিমান বাহিনী টিপিএলএফ জঙ্গি গোষ্ঠীর পরিচালিত কারখানা ধংস করে দিয়েছে। ওই কারখানা থেকে সামরিক যন্ত্রাংশ তৈরি করা হতো।
 
তবে মেকেলের স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের পরিচালক হায়েলম কেবেদে জানান, জনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। তিনি আরো জানান, প্রথমে ছয় নিহত হলেও মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। 

তিনি জানান মৃতের সংখ্যা আরও বাড়বে। চিকিৎসা সরঞ্জাম অপ্রতুল থাকায় তাদের সেবা দিতে বেগ পেতে হচ্ছে।
 
এদিকে টিএলএফের মুখপাত্র নাহুসেনাই বেলাই জানান, কোন সামরিক কারখানায় হামলা চালানো হয়নি। সম্পূর্ণ জনবস্তিপূর্ণ এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, তিন জন শিশুও এই বিমান হামলায় নিহিত হয়েছে।
 
দীর্ঘদিন ধরে টিগ্রের দখল নিয়ে ইথিওপিয়ার সেনা ও তাইগ্রে পিপলস রেভলিউশনারি ফোর্স (টিপিএলএফ)-এর মধ্যে লড়াই চলছে। 

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে