Dr. Neem on Daraz
Victory Day

রাশিয়ায় তীব্র তুষারঝড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৯:৩৭ পিএম
রাশিয়ায়  তীব্র তুষারঝড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাশিয়ার এলব্রাস পর্বতে আরোহণের সময় তুষারঝড়ের কবলে ১৪ জন আহত এবং পাঁচ জন নিহত হয়েছে। দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

গার্ডিয়ানের বরাত দিয়ে জানা যায়, ১৯ জনের একটি দল সমুদ্রতল থেকে পাঁচ হাজার মিটার উঁচুতে ওঠার যাত্রা শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় তীব্র তুষারঝড় হয়। এরফলে কিছু দেখতে না পাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে।

আরোহীদের সঙ্গে চারজন পেশাদার গাইডও ছিলেন। তাদের দুইজনের মধ্যে একজনের নিচে নামার সময় মৃত্যু হয়। বাকিরা বৈরী আবহাওয়ার মধ্যেও আরোহন অভিযান চালিয়ে যান। অতিরিক্ত বরফের কারণে দুই আরোহী মারা গেছেন। অন্য দুইজন জ্ঞান হারিয়ে ফেলেন এবং পরে নিচে নামানোর সময় মারা যান তারা। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে