 
                            ছবি সংগৃহীত
ঢাকাঃ আফগানিস্তানের কাবুলে শিয়া অধ্যুষিত এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে একটি ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় স্কুলছাত্রসহ কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন।
এ ঘটনায় স্কুলছাত্রসহ আরও ৫৭ জন আহত হয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।
কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত দাশ্ত-ই বারচি এলাকায় শনিবার সকালে ওই আত্মঘাতী বোমা হামলা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো সংগঠন বা গোষ্ঠী এ হামলার দায়স্বীকার করেনি।
তারেক আরিয়ান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে যাওয়া এক ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা থামতে বললে সঙ্গে সঙ্গে ওই আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান।
দোহায় যখন তালেবানদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা নিয়ে ম্যারাথন আলোচনা চলছে, তখন এ ধরনের হামলা শান্তি আলোচনায় অনিশ্চয়তার ছায়া ফেলছে।
আগামীনিউজ/জেহিন
-20251013141837.jpg) 
      -20251013095452.jpg) 
       
       
       
      -20250923081410.jpg) 
       
       
       
      -20250815155757.jpg)