Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

পবিত্র মক্কায় আসছেন হজ পালনকারীরা


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২০, ১০:১৮ এএম
পবিত্র মক্কায় আসছেন হজ পালনকারীরা

ছবি সংগৃহীত

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে এবার খুব সীমিত আকারে অনুষ্ঠিত হচ্ছে হজ। 

স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) স্বাস্থ্যবিধি অনুসরণ ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে হজযাত্রীদের একটি দল  সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছেছেন। এসময় দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান। 

গত মাসেই সৌদি আরবের হজ মন্ত্রণালয় জানিয়ে দেয়, চলমান মহামারির কারণে খুব সীমিত পরিসরে হবে এবারের হজ। সর্বোচ্চ ১ হাজার মানুষ হজ পালন করতে পারবেন। এদের মধ্যে বেশির ভাগই থাকবেন সৌদি ভূখণ্ডে অবস্থানকারীরা। আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রতি বছর প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ পালন করেন। বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ৩৭ হাজার হজ যাত্রী যাওয়ার কথা ছিল।  সীমিত আকারে হজ আয়োজনের সিদ্ধান্তের কারণে, তাদের কেউ এবার হজে যেতে পারে নাই। 

আগামীনিউজ/এমআর 

Dr. Neem