Agaminews
Dr. Neem Hakim

করোনাভাইরাসে ভুটানের পর্যটন ও সংশিষ্ট খাতগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে: জরিপ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২০, ০১:২৮ পিএম
করোনাভাইরাসে ভুটানের পর্যটন ও সংশিষ্ট খাতগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে: জরিপ

ছবি: সাউথ এশিয়ান মনিটর

করোনাভাইরাস মহামারি ইতোমধ্যে ভুটানে গভীর ও ব্যাপক প্রভাব ফেলেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ভুটানির জীবন ও জীবিকা। ভুটানের পর্যটন খাতের উপর করোনাভাইরাসের প্রভাব নিয়ে এক জরিপে এ চিত্র পাওয়া গেছে। খবর বিএসএস।

ন্যাশনাল স্ট্যাটিসটিকস ব্যুরো ও ইউএনডিপি ভুটান এই জরিপ পরিচালনা করে। 

মূল্যায়নে বলা হয়, জরিপে অংশ নেয়া উত্তরদাতাদের ৬৩ শতাংশ বলেছে তাদের আয় ৫০ শতাংশের বেশি কমে গেছে। জরিপে পর্যটন ও সংশ্লিষ্ট খাতের ১,২৮৫ জনের সাক্ষাতকার নেয়া হয়েছে।

৪০ শতাংশ উত্তরদাতা বলেছেন যে, তারা হয় লে-অফের শিকার অথবা তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে।

প্রভাব মূল্যায়নে বলা হয় যে, করোনা সঙ্কটে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বেকারত্ব মোকাবেলা করা।

আগামীনিউজ/বিজয়

 

Dr. Neem