Dr. Neem on Daraz
Victory Day

ক্যালিফোর্নিয়ায় ঝুঁকিতে এক কোটি মানুষ, জরুরি অবস্থা জারি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১১:৩৩ এএম
ক্যালিফোর্নিয়ায় ঝুঁকিতে এক কোটি মানুষ, জরুরি অবস্থা জারি

ছবি: ইয়াহু নিউজ

ঢাকাঃ ভারী বৃষ্টি আর ঝড়ের কারণে হওয়া বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। সেখানে ব্যাপক ঝুঁকিতে রয়েছে অন্তত এক কোটি মানুষ। ইতোমধ্যে, বেশ কিছু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় প্রায় ৯ লাখ মানুষ। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর।

ভয়াবহ বন্যার কারণে সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, সাক্রামেন্টো, সান দিয়েগো ও মেট্রো অকল্যান্ড বিমানবন্দরে বাতিল করা হয়েছে কয়েকশ ফ্লাইট। আর বিলম্বিত হয়েছে হাজারের বেশি ফ্লাইট। 
খবর সিএনএন ও ইয়াহু নিউজের

একটি শক্তিশালী বায়ুমণ্ডলীয় ঝড়ের কারণে রোববার এবং সোমবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু অংশে ১০ ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়েছে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বহু এলাকা, উপড়ে পড়েছে গাছ এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, দ্বিতীয় বায়ুমণ্ডলীয় এই ঝড়ের কারণে মঙ্গলবার পর্যন্ত এত বৃষ্টি হবে, যা সাধারণ ছয় মাসে হয়ে থাকে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম লস অ্যাঞ্জেলেস, অরেঞ্জ, রিভারসাইড, সান বার্নার্ডিনো, সান দিয়েগো, সান লুইস ওবিস্পো, সান্তা বারবারা এবং ভেনচুরাসহ আটটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

ক্যালিফোর্নিয়াজুড়ে প্রায় ৪ কোটি মানুষ বন্যা ব্যবস্থাপনার নজরদারিতে রয়েছে। বেশ কিছু এলাকার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।বন্যার কারণে সান্তা বারবারা বিমানবন্দর বন্ধ এবং সমস্ত বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

জরুরি অবস্থা ঘোষণার ফলে অত্যাবশ্যক পণ্য সরবরাহ এবং সংগ্রহ, দুর্যোগ পরিষেবা কর্মীদের মোতায়েন এবং মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশের মতো জরুরি প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এরই মধ্যে দুর্যোগপূর্ণ এলাকায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্যালিফোর্নিয়ার গভর্নরের সঙ্গে কথা বলেছেন তিনি।

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে