Dr. Neem on Daraz
Victory Day

চীনে ভূমিধসে চাপা পড়েছে ৪৭ জন


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ১০:৩০ এএম
চীনে ভূমিধসে চাপা পড়েছে ৪৭ জন

ঢাকাঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে সোমবার ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে চাপা পড়েছেন ৪৭ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে এএফপি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ঝেনসিয়ং কাউন্টিতে স্থানীয় সময় সকাল ৫:৫১ মিনিটে মিধসের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্ত অনুসারে মনে করা হচ্ছে, ১৮টি পরিবারের ৪৭ জন লোক চাপা পড়েছে।

সিসিটিভি জানিয়েছে, এই অঞ্চল থেকে ২০০ জনেরও বেশি মানুষকে জরুরিভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে ২০০ জনের বেশি উদ্ধারকর্মী এবং কয়েক ডজন ফায়ার ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম সহকারে উদ্ধার অভিযান শুরু করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চাপা পড়া মানুষের সংখ্যা এখনও সঠিকভাবে জানা যায়নি।

চীনের একটি প্রত্যন্ত অঞ্চল ইউনানে ভূমিধস সাধারণ ঘটনা। সেখানে হিমালয় মালভূমির বিপরীতে খাড়া পর্বতশ্রেণী রয়েছে।


এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে