Dr. Neem on Daraz
Victory Day

ফাইজারের ৩টি ডোজ ৯৭ শতাংশ কার্যকর


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১১:৫৬ এএম
ফাইজারের ৩টি ডোজ ৯৭ শতাংশ কার্যকর

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ফাইজারের ৩টি ডোজ দিলে করোনার সবগুলো ধরনের মোকাবেলায় আরও বেশি কার্যকর হয়ে ওঠে এই টিকা। প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটি বলছে, তৃতীয় ডোজ নিলে ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের শরীরে ৫ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হবে। ৬৫ থেকে ৮৫ বছর বয়সীদের মধ্যে তৈরি হবে, প্রায় ১১ গুণ বেশি অ্যান্টিবডি। ২৩ জনের শরীরে পরীক্ষা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির দাবি, সাধারণত টিকার দুই ডোজের কার্যকারিতা ৯১ শতাংশ, তবে তৃতীয় ডোজ নেয়ার পর এটি ৯৭ শতাংশ কার্যকর হয়ে ওঠে। আগষ্টেই মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএর কাছে তৃতীয় ডোজের জরুরি ব্যবহারের অনুমতি চাইবে ফাইজার।

ল্যানসেটের এক গবেষণায় জানা যায়, ফাইজার ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার ৩ মাস পর এর কার্যক্ষমতা প্রায় ৫০ শতাংশ কমে আসতে পারে।  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে