Dr. Neem on Daraz
Victory Day

সিনিয়র সিটিজেনদের জন্য বিএসএমএমইউতে আলাদা সেবা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৯, ২০২২, ০১:২৯ পিএম
সিনিয়র সিটিজেনদের জন্য বিএসএমএমইউতে আলাদা সেবা

ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেশের সিনিয়র সিটিজেনদের আলাদা চিকিৎসা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে প্রশাসনিক সভায় এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি নির্দেশ নিয়েছেন।

ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রতিদিন আমাদের বর্হিবিভাগ থেকে নয় হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা নিতে আসছেন। যার ফলে প্রতিটি সেবাবুথে দীর্ঘ লাইন থাকে। এজন্য আমরা সিনিয়র সিটিজেন যাদের বয়স ৬০ বছরের বেশী তাদের জন্য আলাদা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। রোগীদের সহযোগিতা পেলে সিনিয়র সিটিজেনরা নির্বিঘ্নে চিকিৎসা সেবা নিতে পারবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫৭টি বিভাগ সমন্বয় করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছে। বর্তমান প্রশাসন দায়িত্ব নেবার পর এ সমন্বয়তা বৃদ্ধি পেয়েছে। ফলে বিএসএমএমইউ দেশবাসীর একমাত্র চিকিৎসার ভরসাস্থল হিসেবে পরিণত হয়েছে। এতে করে হাসপাতালে রোগীর চাপ অনেক বৃদ্ধি পেয়েছে। রোগীর ভিড়ে চিকিৎসা সেবা নিতে আসা বয়স্কদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিষয়টি আমার নজরে এসেছে।

প্রশাসনিক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, ব্যাসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে