Dr. Neem on Daraz
Victory Day

দেশে করোনা টিকাগ্রহীতা সাড়ে ৯ কোটি ছাড়ালো


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ১২:১৫ পিএম
দেশে করোনা টিকাগ্রহীতা সাড়ে ৯ কোটি ছাড়ালো

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই ডোজ মিলিয়ে আরও ১১ লাখ ৭৩ হাজার ৮৪৮ জন মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৯ লাখ ৫৬ হাজার ৫৮৫ জন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ১৭ হাজার ২৬৩ জন। এ নিয়ে দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৯৯৯ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৪ লাখ ৪৬ হাজার ১২১ জন ও নারী ৫ লাখ ১০ হাজার ৪৬৪ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার মধ্যে পুরুষ ১ লাখ ৬ হাজার ৯৮৪ জন ও নারী ১ লাখ ১০ হাজার ২৭৯ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার টিকার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। এরপর গত ৮ মাসেরও বেশি সময় ধরে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৯ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৯৯৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৩১ জন। আর দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৩ কোটি ৬১ লাখ ৮৮ হাজার ৯৬৮ জন।

এখন পর্যন্ত টিকা নেওয়ার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা ৭ কোটি ৫০ লাখ ৩ হাজার ৯০৬ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে নিবন্ধন করেছেন ৬ কোটি ৯৪ লাখ ৬৩ হাজার ২৬৫ জন। এছাড়া পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন ১ কোটি ৪০ হাজার ৭৪১ জন।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে