Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

দেশে আসছে মেট্রোরেলের ১ম কোচ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ০৪:৩৮ পিএম
দেশে আসছে মেট্রোরেলের ১ম কোচ

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ মেট্রোরেলের প্রথম কোচ জাপানের কোবে বন্দর থেকে জাহাজ যোগে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এপ্রিলের শেষের দিকে এটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের জন্য ট্রেনটি আনা হচ্ছে।

বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) বন্দর ছেড়ে এসেছে বলে নিশ্চিত করেছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসি) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করছে জাপান। প্রতি সেট ট্রেনের দুপাশে দুটো ইঞ্জিন থাকছে। আর মধ্যে থাকবে চারটি করে কোচ।

আগামীনিউজ/এএস