Dr. Neem on Daraz
Victory Day

দেশে ৩ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৫৬৯ ডোজ করোনা টিকার প্রয়োগ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ১০:৫২ পিএম
দেশে ৩ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৫৬৯ ডোজ করোনা টিকার প্রয়োগ

ফাইল ছবি

ঢাকা: দেশে এ পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৫৬৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৩১৭ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৮১ হাজার ২৫২ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৩৪ লাখ ৭ হাজার ১১২ জন আর নারী ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ২০৫ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯০ লাখ ৮৫ হাজার ১৪৭ জন আর নারী ৬৬ লাখ ৯৬ হাজার ১০৫ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার ৮৭০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ১৯ হাজার ২৭৭ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ২০ লাখ ১০ হাজার ৫১৪ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ৯০ হাজার ৯০৮ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৪৩৪ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার ৪৮৫ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৬ লাখ ৫ হাজার ৯৪৯ জন নিবন্ধন করেছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে