Dr. Neem on Daraz
Victory Day

টিকা নিলেন ২৩ লাখ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ১১:৪০ পিএম
টিকা নিলেন ২৩ লাখ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে আজ সোমবার পর্যন্ত ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন টিকা নিয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়েছে।

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। টিকা গ্রহণকারীদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৬০৯ জনের। মোট টিকা নেওয়া ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জনের মধ্যে পুরুষ আছেন ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন। আর নারী আছেন সাত লাখ ৮৯ হাজার ৪৪২ জন।

প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। সোমবার একদিনে টিকা নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৮০ জন। তাদের মধ্যে পুরুষ টিকা নিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৮০ জন এবং নারী ৮৫ হাজার ৫০০ জন।

আগামীনিউজ/এএইচ   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে