Dr. Neem on Daraz
Victory Day

‘ইত্তেফাক’ নতুন লুকে সিয়াম-মিম


আগামী নিউজ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ০২:১৮ পিএম
‘ইত্তেফাক’ নতুন লুকে সিয়াম-মিম

‘ইত্তেফাক’ সিনেমায় সিয়াম ও মিম

‘পোড়ামন ২’খ্যাত নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমা ‘ইত্তেফাক’ -এ জুটি বেঁধেছেন সময়ের আলোচিত অভিনেতা সিয়াম আহমদে ও বিদ্যা সিনহা মিম। রায়হান রাফি দুপুরে আগামীনিউজকে জানিয়েছেন, সিনেমার ৬০ ভাগ শুটিং কাজ ইতিমধ্যেই শেষ করছেন। এই কাজগুলো সম্পাদনার টেবিল রয়েছে। মার্চে শিডিউল মিলিয়ে বাকি কাজ শেষ করবেন এবং এ বছরই  সিনেমাটি মুক্তি দেবেন।

এদিকে ‘ইত্তেফাক’ সিনেমার নতুন জুটি বিদ্যা সিনহা মিম রাতে তার ফেসবুকে একটি ছবি পোস্ট দিয়েছেন। সেখানে সিয়ামের সঙ্গে অন্তরঙ্গ দেখা গেছে মিমকে। ক্যাপশনে লেখা কামিং সুন ‘ইত্তেফাক’। মুভিতে নতুন লুকে দেখা গেছে এই জুটিকে।

বর্তমান ব্যস্ততা নিয়ে মিম জানান, ‘ইত্তেফাক’ ও ‘পরান’ নামে দুটি সিনেমার কাজ চলছে। আরো তিনটি সিনেমা নিয়ে প্রযোজকদের সঙ্গে কথাবার্তা চলছে। চিত্রনাট্য পছন্দ হওয়াসহ সবকিছু মিলে গেলে নতুন বছরে আরো কয়েকটি সিনেমায় অভিনয় করবেন।

২০০৭ সালে বিদ্যা সিনহা মিম লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। এরপর ‍হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। সর্বশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত ‘সাপলুডু’ সিনেমাটি।

আগামীনিউজ/বিআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে