Dr. Neem on Daraz
Victory Day

এসএমসির কাছে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের লিগ্যাল নোটিশ


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০১:০৬ পিএম
এসএমসির কাছে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের লিগ্যাল নোটিশ

ফাইল ছবি

ঢাকাঃ ২০২২ সালের ৩০ জুন ‘এসএমসি ওরস্যালাইন-এন’ এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় চিত্রনায়ক শাকিব খানের। পরে ওই চুক্তির মেয়াদ বাড়াননি তারা। মেয়াদ না বাড়িয়েই শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করছে স্যালাইন কোম্পানি। এ জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) এ বিষয়টি ব্যারিস্টার ওলোরা আফরিন জানিয়েছেন। তিনি বলেন, শাকিব খানের ব্যান্ড মূল্য ও অনুমতি ছাড়া ৬ মাস এই বিজ্ঞাপনটি প্রচার করায় এই ক্ষতিপূরণ দাবী করা হয়েছে। সাত দিন সময় দিয়েছি। এ সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে পরবর্তী আইনী পদক্ষেপ নেব।

শাকিব খানের পক্ষ হয়ে তার আইনজীবী ব্যারিস্টার ওলরা আফরিন এই নোটিশটি পাঠান।

গতকাল মঙ্গলবার ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসির কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয় এসএমসির। 

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে