Dr. Neem on Daraz
Victory Day

আমরা যেন পরীমণিকে ভুল না বুঝি: অপু বিশ্বাস


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০২৩, ০৪:১৭ পিএম
আমরা যেন পরীমণিকে ভুল না বুঝি: অপু বিশ্বাস

ফাইল ছবি

ঢাকাঃ ঢালিউডের আলোচিত-সমালোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসার এখন ভাঙনের মুখে। দুজনেই চান বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। পরীমণি শিগগিরই ডিভোর্স চান রাজের কাছে। অন্যদিকে রাজ জানিয়েছেন, পরীর সিদ্ধান্তই চূড়ান্ত। এতে অনেকেই ভুল বুঝছেন পরীমণিকে। তাকে দোষারোপও করছেন। কিন্তু অভিনেত্রী অপু বিশ্বাস চান, পরীমণিকে যেন কেউ ভুল না বোঝে।

এক প্রশ্নের জবাবে অপু বলেন, ‘পরীমণিকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।’

অপুর কথায়, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’

পরীকে এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে উদাহরণ হতে বললেন অপু। অভিনেত্রী বলেন, ‘পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।’

পরীমণির সংসার এবার টালমাটাল তার স্বামী রাজের সঙ্গে সুনেরাহ বিনতে কামালের স্ক্যান্ডাল ফাঁস হওয়ায়। গত ২৯ মে মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হয়। এরপরই পরীর সঙ্গে রাজের জটিলতা প্রকাশ্যে আসে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে