Dr. Neem on Daraz
Victory Day

সজল কি পারবে মমর মুখে কথা ফোটাতে?


আগামী নিউজ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ০২:১৪ পিএম
সজল কি পারবে মমর মুখে কথা ফোটাতে?

‍‍`হারমোনিয়াম‍‍` -এর একটি দৃশ্যে সজল, জাকিয়া বারী মম, আবুল হায়াত

ঢাকা : সম্প্রতি নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘হারমোনিয়াম’। হারুন রুশোর চিত্রনাট্য ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, জাকিয়া বারী মম, আবুল হায়াত, প্রিয়া ছেত্রী, আফরোজা হোসেন, দুখু সুমন, রাশেদ মামুন, বিপ্লব প্রসাদ প্রমুখ। শনিবার (২৫ জানুয়ারি) মাছরাঙা টেলিভিশনে রাত ৮টা ৩০ মিনিটে টেলিফিল্মটি প্রচার হবে।

গল্পে দেখা যাবে, ধীরেন স্যারের (আবুল হায়াত) পুরনো ছাত্র অনিরুদ্ধ (সজল) এখন অস্ট্রেলিয়ার একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দীর্ঘদিন পর দেশে এসে প্রথমেই ছুটে এসেছে স্যারের পদধূলি নিতে। কারণ অনিরুদ্ধের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এই ধীরেন স্যার। পুরনো ছাত্রকে পেয়ে স্যারও খুশি। কিন্তু স্যারের বড় মেয়ে প্রতিমা (মম) অনিরুদ্ধের সঙ্গে একটা কথাও বলে না। এ নিয়ে অনিরুদ্ধের মনে খটকা লাগে। পরে জানা যায়, একজনকে ভালোবেসে খুব আঘাত পায় প্রতিমা। তারপর থেকেই বাকরুদ্ধ হয়ে যায় প্রতিমা, অনেক চিকিৎসা করেও তার মুখে কথা ফোটানো যায়নি আর। অথচ একসময় কী চমৎকার গানের গলা ছিল তার। প্রতিমার জন্য খুব মায়া হয় অনিরুদ্ধের। শেষ পর্যন্ত অনিরুদ্ধ কি পারবে প্রতিমার মুখে কথা ফোটাতে?

আগামীনিউজ/বিআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে