Dr. Neem on Daraz
Victory Day

প্রথম বিবাহবার্ষিকীতে যা বললেন রাজ-পরীমণি


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ০৪:১৩ পিএম
প্রথম বিবাহবার্ষিকীতে যা বললেন রাজ-পরীমণি

ঢাকাঃ ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি রাজ-পরীমণি। গত বছরের ১০ জানুয়ারি তারা জানান ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন তারা। একই দিন রাজ-পরীমণি ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। তাই বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিলেন রাজ-পরীমণি।

বিবাহবার্ষিকীতে পরীকে নিয়ে আদুরে কিছু বাক্য লিখেছেন সামাজিক মাধ্যমে। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী। এই একটি বছর আমরা দুজনেই অনেক সুন্দর করে পার করেছি। কিছু স্মৃতি রয়েছে রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ, অবিস্মরণীয়, চির প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী! আমার এই স্মৃতিগুলো শুধু আমার ভেতরেই আছে। এগুলো কোনো জিনিস বা জায়গা নয়, আমি এগুলোকে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারি। তোমার সঙ্গে আমার যেই সুন্দর মুহূর্ত রয়েছে তার সঙ্গেই বেড়ে উঠতে চাই প্রতিদিন। শুভ বিবাহবার্ষিকী মাই লেডি।’

অন্যদিকে বিয়ের একটি ভিডিও শেয়ার করে পরী লেখেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ।’

এদিকে কিছুদিন আগে রাজের সংসার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন পরী। শিগগিরই ডিভোর্স লেটার পাঠানোর কথাও বলেছিলেন। এমনকি সংবাদ সম্মেলনেও করার কথা বলেছিলেন এ ড্রামা কুইন। রাজও জানিয়েছিলেন, পরীর সঙ্গে সম্পর্ক জোড়া লাগবে না কখনও। কিন্তু সব ভুলে তারা এখন একসাথে থাকছেন। পরে জানা যায়, তারা সাংবাদিকদের বোকা বানাতেই এমন নাটক করেছেন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে