Dr. Neem on Daraz
Victory Day

‘শনিবার বিকেল’ মুক্তিতে আর কোনো বাধা নেই


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০৩:৪২ পিএম
‘শনিবার বিকেল’ মুক্তিতে আর কোনো বাধা নেই

ঢাকাঃ গুলশানের হলি আর্টিজানের ঘটনার ওপর নির্মিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ সাড়ে তিন বছর ধরে নিষিদ্ধাদেশ মাথায় নিয়ে ঘুরছিল। এবার ছবিটি বন্দীদশা কাটল। ‘শনিবার বিকেল’ মুক্তিতে কোনো বাঁধা নেই। সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত।

শনিবার (২১ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয়। এদিন সিনেমার নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা। তার আলোকে সিনেমাটি নিয়ে মতামত দেন, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাধা নেই।

এ প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমরা এখনও কোনো চিঠি পাইনি সেন্সর বোর্ড থেকে। তবে পত্রিকা মারফত শুনেছি তাদের আপত্তি নেই ছবিটির মুক্তিতে। চিঠি পেলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’

মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠন করা হয়েছিল সাত সদস্যের সেন্সর আপিল কমিটি। সংসদ সদস্য ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।

২০১৯ সালের শুরুর দিকে সেন্সরে জমা পড়তেই ছবিটি নিষিদ্ধ করা হয়। তারপর সাড়ে তিন বছর কেটে গেলেও এর কোনো সুরাহা হয়নি। অবশেষে সাড়ে তিন বছর পর প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি পেল এ ছবি।

‘শনিবার বিকেলে’ অভিনয় করেছেন বেশ কয়েকটি দেশের অভিনয় শিল্পী। এদের মধ্যে রয়েছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে