Dr. Neem on Daraz
Victory Day

অস্কারের চূড়ান্ত তালিকায় স্থান পায়নি ‘হাওয়া’


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৩:২৮ পিএম
অস্কারের চূড়ান্ত তালিকায় স্থান পায়নি ‘হাওয়া’

ঢাকাঃ দেশ-বিদেশে তুমুল দর্শকপ্রিয়তা অর্জন করে অস্কারের ৯৫তম আসরে প্রতিযোগিতা করতে যোগ দিয়েছিল ‘হাওয়া’ সিনেমাটি। কিন্তু সেখানে এ ছবির জায়গা মেলেনি। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য নির্বাচিত ছবিগুলোর সংক্ষিপ্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ১৫টি সিনেমা নিয়ে করা এ তালিকায় স্থান পায়নি ‘হাওয়া’।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় এবার ৯২টি দেশ অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছিল বাংলাদেশের ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি গত ২৯ জুলাই মুক্তির পর অভাবনীয় সাফল্য পায়। এরপর বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে এর প্রদর্শনী হয়েছে। এখন কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। এতে ব্যবহৃত হাশিম মাহমুদের লোকজ আঙ্গিকের গান ‘সাদা সাদা কালা কালা’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

জানা গেছে, অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ১৫টি ছবি। তাদের রায়ে এখান থেকে চূড়ান্ত মনোনয়ন পাবে মাত্র ৫টি চলচ্চিত্র। বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ২২ ডিসেম্বর) এই ঘোষণা দিয়েছে অস্কার কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংক্ষিপ্ত তালিকা

* অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
* আর্জেন্টিনা, নাইনটিন এইটি ফাইভ (আর্জেন্টিনা)
* ইও (পোল্যান্ড)
* কায়রো কন্সপিরেসি (সুইডেন)
* কোরসাজ (অস্ট্রিয়া)
* ক্লোজ (বেলজিয়াম)
* জয়ল্যান্ড (পাকিস্তান)
* বার্ডো, ফলস ক্রনিকল অব অ্যা হ্যান্ডফুল অব ট্রুথস (মেক্সিকো)
* ডিসিশন টু লিভ (দক্ষিণ কোরিয়া)
* দ্য কোয়ায়েট গার্ল (আয়ারল্যান্ড)
* দ্য ব্লু কাফতান (মরক্কো)
* রিটার্ন টু সিউল (কম্বোডিয়া)
* লাস্ট ফিল্ম শো (ভারত)
* সেন্ট ওমের (ফ্রান্স)
* হলি স্পাইডার (ডেনমার্ক)

সেরা মৌলিক গান বিভাগে ‘নাটু নাটু’:

এ নিয়ে পঞ্চমবারের মতো প্রতিবছরের ২১ ডিসেম্বর ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। বাকি তালিকাগুলো হলো প্রামাণ্যচিত্র (১৪৪টির মধ্যে ১৫টি), স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র (৯২টির মধ্যে ১৫টি), মৌলিক সুর (১৪৭টির মধ্যে ১৫টি), মৌলিক গান (৮১টির মধ্যে ১৫টি), স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি (৮১টির মধ্যে ১৫টি), স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (২০০টির মধ্যে ১৫টি), রূপসজ্জা ও চুলসজ্জা, শব্দ এবং ভিজ্যুয়াল ইফেক্টস।

আগামী ১২ জানুয়ারি শুরু হয়ে ছয় দিন চলবে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচনের ভোটগ্রহণ। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ২৪ জানুয়ারি। হলিউডের ডলবি থিয়েটারে এবারের আসর বসবে ১২ মার্চ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে