Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

‘কারাগার-২’ মুক্তির তারিখ পেছানোয় চঞ্চলের মেজাজ খারাপ


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৪:০০ পিএম
‘কারাগার-২’ মুক্তির তারিখ পেছানোয় চঞ্চলের মেজাজ খারাপ

ঢাকাঃ কারাগার পার্ট ওয়ান’ মুক্তির পর এটির দ্বিতীয় কিস্তি নিয়ে অধীর অপেক্ষায় দর্শকমহল। গত ৪ নভেম্বর হইচই জানায়, চলতি মাসের ১৫ ডিসেম্বর আসছে ‘কারাগার পার্ট টু’। এবার জানা গেল, মুক্তির তারিখ পিছিয়েছে ওয়েব সিরিজটির। আর এটি নিয়েই মেজাজ খারাপ অভিনেতা চঞ্চল চৌধুরীর।

জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের কারণে পূর্বনির্ধারিত তারিখ ১৫ ডিসেম্বরে আসছে না ‘কারাগার পার্ট টু’। এক সপ্তাহ পিছিয়ে আগামী ২২ ডিসেম্বর আসবে জনপ্রিয় ওয়েব সিরিজটি। তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুক দেয়ালে লেখেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’ পাশের ইমোটিকন দেখে বোঝা যাচ্ছিল, মজার ছলেই এমনটি বলছেন অভিনেতা।

‘কারাগার’-এর প্রথম পর্ব শেষ হতেই দর্শকের কৌতূহল ছিল দ্বিতীয় পর্বের গল্প নিয়ে। তাদের একটাই প্রশ্ন ছিল, কী থাকছে সিরিজটির দ্বিতীয় অধ্যায়ে? সেসময় এমন প্রশ্নের জবাবে চঞ্চল বলেছিলেন, ‘গল্পটা বলতে না পারলেও এটুকু বলতে পারি, এই সিজনে জমে উঠবে। প্রথম সিজন আপনারা যে আগ্রহ নিয়ে শেষ করেছেন, দ্বিতীয় সিজনের শেষে সেই আগ্রহ আরও বাড়বে। কারণ ঘটনা সব এখানেই ঘটবে।’

ওয়েব ধারাবাহিকটিতে চঞ্চল চৌধুরী একজন বন্দির চরিত্রে অভিনয় করেছেন। প্রথম পর্বে দেখা গেছে, সে ২৫০ বছর ধরে বন্দি রয়েছে কারাগারে। নিজেকে মীরজাফরের খুনি বলে দাবি করে।

চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহ প্রমুখ। ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকী।

বুইউ