Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

শুভশ্রীকে বউদি ডাকার সাহস নেই কারও


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০২২, ১২:২৭ পিএম
শুভশ্রীকে বউদি ডাকার সাহস নেই কারও

ঢাকাঃ টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীকে। ২০১৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে হিসেবে টলিউডবাসীর বউদি শুভশ্রী। কিন্তু তাকে কেউ সাহস করে বউদি ডাকতে পারে না।

শুভশ্রী নিজেই এ কথা জানিয়েছেন। সম্প্রতি তিনি ‘বউদি ক্যান্টিন’ নামে নতুন একটি সিনেমায় কাজ করেছেন। সেটা প্রসঙ্গে কথা বলতে গিয়েই জানালেন, বাস্তব জীবনের অভিজ্ঞতা।

কলকাতার একটি গণমাধ্যম থেকে শুভশ্রীকে জিজ্ঞেস করা হয়, তিনি যদি ইন্ডাস্ট্রির বউদি হন, তাহলে তার প্রিয় দেবর কে? জবাবে অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সাহস করে কেউ আমাকে বউদি ডাকতে পারে না। তবে হ্যাঁ, আমার খুব প্রিয় একজন মানুষ রুদ্রনীল দা’ বিয়েতে ভাসুর হিসেবে আমাকে আশীর্বাদ করেছিলেন। হি ইজ মাই ফেভারিট ওয়ান।’

সিনেমাটি প্রসঙ্গে শুভশ্রী জানান, তিনি রান্নায় একেবারেই পারদর্শী নন। কিন্তু ‘বউদি ক্যান্টিন’-এ কাজ করতে গিয়ে রান্নার সব কাজ করতে হয়েছে। তার ভাষ্য, ‘এই সিনেমা করতে গিয়ে কাটিং-চপিং শিখতে হয়েছে। বিয়ের আগে প্রচুর রান্না করতাম। কিন্তু বিয়ের পর একেবারে সেই অভ্যাসটা বদলে গেছে। আমার স্বামী-শাশুড়ি কেউ চান না যে, রান্নাঘরে ঢুকে সময় নষ্ট করি।’

পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন পরমব্রত। এ ছাড়া আছেন সোহম চক্রবর্তী। এটির চিত্রনাট্য লিখেছেন সম্রাজ্ঞী গঙ্গোপাধ্যায়। এরইমধ্যে ছবির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে।

এমবুইউ