Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

আসছে সাবিলা নূরের ‘রঙিলা ফানুস ২’, এবার নায়ক তৌসিফ


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০২২, ০২:৩০ পিএম
আসছে সাবিলা নূরের ‘রঙিলা ফানুস ২’, এবার নায়ক তৌসিফ

ঢাকাঃ গত বছর কোরবানির ঈদে মুক্তি পেয়েছিলো শিহাব শাহীনের বিশেষ নাটক ‘রঙিলা ফানুস’। সাবিলা নূর অভিনীত সেই নাটকটি ইউটিউবে কোটি ভিউ হয়েছে অনেক আগেই।

নতুন খবর হলো, এবারের কোরবানিতে একই নির্মাতা হাজির হচ্ছেন ‘রঙিলা ফানুস ২’ নিয়ে। এবারও প্রধান চরিত্রে অভিনয় করছেন আগের নায়িকা সাবিলা নূর। সঙ্গে আছেন তৌসিফ মাহবুব।

যথারীতি এবারের নাটকটিও রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য। শুটিং হলো সম্প্রতি। চলছে সম্পাদনার কাজ। শিহাব শাহীন জানান, নাটকটির নাম ও প্রধান অভিনেত্রী একই হলেও গল্পটি খানিক আলাদা।

নির্মাতা বলেন, ‘আগেরটির মতো এটিও সিচুয়েশনাল কমেডি নাটক। দর্শকের বিনোদনকে মাথায় রেখেই বানানো। তবে সমাজের নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষের অদ্ভুত সব স্বপ্ন আর সেটি বাস্তবায়নের প্রয়াস নিয়ে এবারের গল্পটি সাজানো হয়েছে।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এমবুইউ