Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

নতুন সিনেমায় নিপুণ


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০২২, ০২:২৭ পিএম
নতুন সিনেমায় নিপুণ

ঢাকাঃ দীর্ঘদিন পর নতুন সিনেমায় অভিনয় করছেন নিপুণ। ভাগ্য শিরোনামের সিনেমাটি পরিচালনা করছেন মাহবুব রহমান। রাজধানীর আফতাবনগরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। টানা শ্যুটিং চলবে ৩০ মে পর্যন্ত।

ছবিতে ভিন্নধর্মী এক চরিত্রে অভিনয় করছেন নিপুণ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। চাচা আমাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনও প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনও আবার চোরাচালানিদের সাহায্য করা। একটা সময় হাঁপিয়ে উঠি। বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিই। এরপরই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।’

এই ছবিতে নিপুণের নায়ক মুন্না। এর আগে ২০১৮ সালে ধূসর কুয়াশা শিরোনামের একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ওই ছবিতেও তার নায়িকা ছিলেন নিপুণ।

এমবুইউ