Dr. Neem on Daraz
Victory Day

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘শিমু’র প্রদর্শনী


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২২, ০২:৫৭ পিএম
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘শিমু’র প্রদর্শনী

ঢাকাঃ পোশাক শিল্পে জেন্ডারভিত্তিক সমতা এবং নারী শ্রমিকের ওপর সহিংসতা ও যৌন হয়রানিমুক্ত কর্মপরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সিনেমার মাধ্যমে কাজ করে চলেছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। ছবিটি ঢাকার মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও এবার সেটি চলে যাচ্ছে গার্মেন্ট শ্রমিকদের দোরগোড়ায়!

ব্লাস্ট, ক্রিশ্চিয়ান এইড ও সজাগ কোয়ালিশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) পেছনে রেখে আগামী ২০ ও ২৭ মে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিমু’ প্রদর্শনের আয়োজন হয়েছে আশুলিয়া, টঙ্গী ও জিরাবোতে।

নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, দৃঢ়চেতা নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্পের চলচ্চিত্র ‘শিমু’ ২০ মে বিকাল ৪টায় প্রদর্শিত হবে আশুলিয়ার বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কাস সলিডারিটি (বিসিডাব্লিউ এস)-এর কার্যালয়ে এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে জিরাবো নিশ্চিন্তপুর দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয়ের মাঠে। এছাড়া ২৭ মে শুক্রবার বিকাল ৪টায় টঙ্গীর সাতাইশ স্কুলে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

শ্রমিকনেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত চলচ্চিত্র ‘শিমু’ প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে চলা প্রতিটি সংগ্রামী মানুষের গল্প। সমতার প্রশ্নে ‘শিমু’ একজন সম্মুখযোদ্ধা। ছবিটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১১ মার্চ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায়।

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে