Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

এখনই হাসপাতাল থেকে ছাড় পাচ্ছেন না লতা সুরসম্রাজ্ঞী লতা


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৯:৫৭ এএম
এখনই হাসপাতাল থেকে ছাড় পাচ্ছেন না লতা সুরসম্রাজ্ঞী লতা

ঢাকাঃ কোভিড আক্রান্ত হওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় আরও কিছুদিন আইসিইউতে থাকতে হচ্ছে ভারতের বুলবুলি-খ্যাত ৯২ বছর বয়সী লতা মঙ্গেশকরকে। 

এ সময় তার ওপর ডাক্তারদের সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে বলেও জানান লতার চিকিৎসক ড. প্রতীত সামদানি।

এর আগে ১৩ জানুয়ারি লতার ভাতিজি রচনা শাহ জানিয়েছিলেন, এই কিংবদন্তির অবস্থা কিছুটা ভালোর দিকে।

গত সপ্তাহে কোভিডে আক্রান্ত হয়ে লতা মঙ্গেশকর ভর্তি হন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। তার লক্ষণ মৃদু হলেও বয়সের কারণে তাকে আইসিইউতে রেখেই চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা।

ভারতের সংগীত জগতের এ কিংবদন্তির গানের ক্যারিয়ার ৭ দশকের। এ পর্যন্ত বিভিন্ন ভাষায় গেয়েছেন ৩০ হাজারেরও বেশি গান। অগণিত জাতীয় পুরস্কার, পদ্ম ভূষণ ও পদ্ম বিভূষণ থেকে শুরু করে দাদা সাহেব ফালকে ও ভারত রত্ন উপাধিও পেয়েছেন লতা মঙ্গেশকর।

আগামীনিউজ/বুরহান