Dr. Neem on Daraz
Victory Day

নতুন লুকে চমকে দিলেন আরিফিন শুভ


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ১০:১১ এএম
নতুন লুকে চমকে দিলেন আরিফিন শুভ

ঢাকাঃ গত আগস্ট মাস থেকে চলতি জানুয়ারি- কখনোই খালি মাথায় সামনে আসেননি চিত্রনায়ক আরিফিন শুভ। এমনকি ‘বঙ্গবন্ধু’ লেখা টুপি পরে প্রকাশ্যে এসে সমালোচনার শিকার হলেও মাথা থেকে সরাননি কাপড়। খুলে বলেননি কারণও। অবশেষে জানা গেলো তার মাথা ঢেকে রাখার রহস্য। 

গত আগস্ট মাসে শুরু করেছিলেন ‘নূর’ ছবির দৃশ্যধারণ। মূলত এর লুকের প্রয়োজনে চুলটাকে একেবারে ছেঁটে ফেলা হয়েছিল তখন। সেটার দৃশ্যধারণ ও অন্যান্য কাজ চলায় গত পাঁচ মাস নিজেকে রহস্যাবৃত করে রেখেছিলেন এই চিত্রনায়ক।

গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) অবমুক্ত হয়েছে চলচ্চিত্রটির পোস্টার। যেখানে ‘নূর’র লুক দেখে বিস্মিত তার ভক্তরা।

বিধ্বস্ত আরিফিন শুভ একটি ছবি হাতে পাগলের মতো বসে আছেন। কদমছাঁট চুল আর মুখে রয়েছে অসংখ্য কাটাছেঁড়ার দাগ।

ছবিটি শুভ শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘এই যে তুমি পাশেই আছো কিন্তু আমার কাছে নাই, আমার মতো এমন জীবন কেউ কখনও বাঁচে নাই!’

এই বাক্য দুটোই ছবির মূল গল্পের আঁচ দিচ্ছে। সিনেমাটির গল্প রোমান্টিক-ট্র্যাজিক ঘরানার।

‘নূর’ সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফি। এতে শুভর বিপরীতে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তারা ইতোপূর্বে ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় জুটি বেঁধেছেন। দর্শকমহলে যা দারুণ সাড়া জাগিয়েছে। এবার নতুন রূপে, নতুন গল্পে হাজির হওয়ার পালা।

সিনেমাটির প্রযোজনায় আছে শাপলা মিডিয়া। নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন আরিফিন শুভ। 

শুভ বলেন, ‘সিনেমাটি প্রেমের গল্প। আমি যে নূর চরিত্রে অভিনয় করছি এমন চরিত্রে দর্শকেরা আমাকে আগে কখনও দেখিনি।’

এতে তার বিপরীতে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

গত বছরের সেপ্টেম্বরে পাবনায় হয়েছে এর শুটিং। এক মফস্বল শহরের প্রেম-বিরহের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। যে গল্পের পরতে পরতে মিশে থাকবে রোমাঞ্চ। সিনেমাটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে