Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

করোনায় আক্রান্ত অভিনেত্রী স্বস্তিকা!


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৩:৫১ পিএম
করোনায় আক্রান্ত অভিনেত্রী স্বস্তিকা!

ঢাকাঃ ভারতীয় তারকাদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বলিউড কিংবা টালিউড সবখানেই হুড়-হুড় করে বিস্তার লাভ করছে এ ভাইরাস। এবার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির দেহে পড়ল করোনার ছোবল। শুধু তিনিই নন, একই সঙ্গে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। তারা নিজেই তথ্যটি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

তবে অন্যদের মতো সাধারণ কথায় নয়, স্বস্তিকা তার করোনার খবর জানিয়েছেন একটু ঘুরিয়ে-পেঁচিয়ে। অভিনেত্রী লিখেছেন, ‘শুনছিলাম এবারও যাদের করোনা হচ্ছে না, তারা নাকি যমেরও অরুচি। যাক আমি আর যমের অরুচির লিস্টে নেই।’

এই কথাতেই স্পষ্ট, করোনায় আক্রান্ত স্বস্তিকা। স্ট্যাটাসে তিনি আবার মজা করে যমের সঙ্গে আলাপও করেছেন! যেখানে যম তাকে প্রশ্ন করছে, ‘আপনি কি কো-ভার্জিন?’ বলা প্রয়োজন, যারা এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হননি, তাদের কো-ভার্জিন বলা হচ্ছে। যমের এমন প্রশ্নের জবাবে স্বস্তিকার উত্তর- ‘আমি নেগেটিভ স্যার।’

করোনার খবর জানালেও বর্তমানে তার কী অবস্থা, সেটা জানাননি স্বস্তিকা। ধারণা করা হচ্ছে, তিনি নিজ বাড়িতেই চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ্য, করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই স্বস্তিকা মানুষকে সহযোগিতা করে আসছিলেন। কখনো জোগাড় করে দিয়েছেন রক্ত, কখনো অক্সিজেন, আবার কখনো অসহায় মানুষের খাবারের বন্দোবস্তও করেছেন অভিনেত্রী। যার জন্য বাহবা পেয়েছিলেন গুণী এই তারকা।

বুধবার প্রসেনজিৎ টুইটারে লেখেন, দুর্ভাগ্যবশত আমি করোনা আক্রান্ত হয়েছি। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপাতত হোম আইসোলেশনেই আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবো।

এর আগে টলিপাড়ায় আরও এক শিল্পী রূপম ইসলাম ও তার স্ত্রী রূপসা করোনা আক্রান্ত হন।

এছাড়া অভিনেতা দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তীসহ টলিউডের আরও অনেকে করোনা আক্রান্ত হয়েছেন।

আগামীনিউজ/বুরহান